eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০২৪
 

 
করোনা মোকাবিলায় বেতনের অর্ধেক টাকা দান করলেন ক্রিকেটাররা
আপডেট: ১১:৪৮ am ২৬-০৩-২০২০
 
 


সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এর মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট পাঁচ জন। দেশের এমন দুঃসময়ে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বেতনের অর্ধেক দান করার সিদ্ধান্ত নিয়েছেন ২৭ ক্রিকেটার। 

বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ফান্ডের উদ্যোক্তা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

করোনার বিপক্ষে এক জোট হচ্ছে পুরো বিশ্ব। আক্রান্তদের যথাযথ চিকিৎসা আর প্রতিরোধমূলক ব্যবস্থার লক্ষ্যে ফান্ড গঠন করছে অনেকে অর্থ দান করছে মেসি-রোনালদোর মতো মেগা স্টার। যেখানে পিছিয়ে নেই বাংলাদেশের মহাতারকারাও।

জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক দান করার সিদ্ধান্ত নিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে। মুশফিক, মাশরাফী, মাহমুদউল্লাহদের সাথে তালিকা থেকে বাদ যাননি শান্ত, সাইফ, নাঈমদের মতো তরুনরাও।

তুলনামূলক বেতন কম হওয়া সত্বেও নাসুম, বিপ্লবদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তামিম। আহবান জানিয়েছেন সবাইকে এগিয়ে আসার।

তবে ক্রিকেটারদের তৈরি ফান্ড থেকে পাওয়া অর্থ কোথায়, কিভাবে খরচ করা হবে তা জানা যাবে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর।

নি এম/