eibela24.com
শনিবার, ০৭, ডিসেম্বর, ২০২৪
 

 
মৌলভীবাজারে অসহায় দীনবন্ধুর স্বপ্ন ভেঙে চুরমার করলো সন্ত্রাসীরা !
আপডেট: ১১:২৩ pm ০৩-০৫-২০২০
 
 


অসহায় দীনবন্ধুর স্বপ্ন ভেঙে চুরমার করলো উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। 

জানা যায়, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার, পশ্চিম জুড়ি ইউনিয়নের আমতৈল গ্রামের দয়া রাম দাসের ছেলে দ্বীনবন্ধু ব্যাংক থেকে ঋণ গ্রহণ ও বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে মুরগীর খামার করে।

 

গত শুক্রবার (১লা মে) রাত ১০ টার দিকে কথিত রাজনৈতিক ব্যক্তিত্ব উপজেলার চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী গুড়িয়ে দেয় দ্বীনবন্ধুর স্বপ্নের খামার! প্রায় আড়াই হাজার মুরগীর খামার তছনচ করে ফেলে! সেই সাথে বসত ভিটার উপরও হামলা চালায়।

নি এম/