eibela24.com
বৃহস্পতিবার, ২৮, মার্চ, ২০২৪
 

 
নতুন করে ঝালকাঠিতে আরও পাঁচজনের করোনা শনাক্ত
আপডেট: ০৪:২৫ pm ২৭-০৫-২০২০
 
 


এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১ জন দাঁড়াল বলে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামলকৃষ্ণ হাওলাদার জানান। আক্রান্ত ব্যক্তিরা হলো ঝালকাঠি সদরে ২ জন, নলছিটিতে ২ জন এবং রাজাপুরে ১ জন। 

সিভিল সার্জন ডা. শ্যামলকৃষ্ণ হাওলাদার বলেন, “কয়েকদিন আগে ওই ব্যক্তিদের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। 

বুধবার সকালে রিপোর্টে ওই ব্যক্তিদের করোনাভাইরাস পজেটিভ আসে।”

ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) আহমেদ হাসান বলেন, “কয়েকদিন আগে স্থানীয়দের কাছে ওই ব্যক্তিদের অসুস্থতার খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়। 

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলায় প্রথমবার একই পরিবারের তিনজনের দেহে করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়। ওই পরিবারের বাড়িতে যাতায়াত করা এক ইউপি সদস্যের শরীরেও পরে এ রোগের সংক্রমণ ধরা পড়ে। ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে আস্তে আস্তে করে করোনা সংক্রমণ বাড়তেই থাকে জেলায়। বর্তমানে জেলায় আক্রান্ত ৪১ এবং মৃত-২ জন।

নি এম/আল-আমিন