eibela24.com
শনিবার, ০৫, ডিসেম্বর, ২০২০
 

 
হনুমানকে কেন বজরংবলী বলা হয়?
আপডেট: ১১:৪৪ pm ০৭-০৭-২০২০
 
 


সদা উৎসাহী হনুমান একদিন মাতা সীতা দেবীকে তাঁর কপালে সিঁদুর লাগাতে দেখলেন। তখন হনুমান তাকে জিজ্ঞাসা করলেন যে, “সীতা মাতা আপনি কেন আপনার কপালে সিঁদুর লাগাচ্ছেন?” তখন সীতা হনুমানের আগ্রহ দেখে অবাক হয়ে উঠলেন এবং তিনি উত্তর দিলেন যে তিনি তার কপালে সিঁদুর লাগান যাতে শ্রী রাম দীর্ঘজীবী হন। এই কথা শুনে হনুমান তার নিজের সারা শরীরে সিঁদুর মাখলেন। তা দেখে রাম অত্যন্ত অবাক হলেন এবং হাসতে আরম্ভ করলেন। তখন তিনি হনুমানকে তার নিজের কাছে ডেকে নিলেন এবং বললেন যে, “আমার প্রতি তোমার ভক্তি এবং ভালোবাসা দেখে আমি বিস্মিত এবং প্রীত হয়েছি এবং আজ থেকে তোমাকে লোকে বজরংবলী বলেও জানবে।” “বজরংবলী” শব্দে “বজরং” এর অর্থ হলো কমলা।

নি এম/