eibela24.com
শুক্রবার, ৩০, অক্টোবর, ২০২০
 

 
যশোরে বজ্রপাতে বাবা আহত, ছেলে নিহত
আপডেট: ০৯:২৬ pm ২৮-০৭-২০২০
 
 


আমন ধানের চারা রোপণের সময় যশোরের চৌগাছা উপজেলায় বজ্রপাতে ছেলে নিহত ও বাবা আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগদীশপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

নিহতের নাম টিটো (২৫)। আর আহত হয়েছেন তার বাবা মোশারফ হোসেন (৫৫)।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে টিটো ও তার বাবা গ্রামের দক্ষিণ মাঠে আমন ধানের চারা রোপণ করছিলেন। আড়াইটার দিকে প্রবল বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই টিটো মারা যান। তার বাবা আহত হন। আহত মোশারফকে চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নি এম/