eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০২৪
 

 
গোপালগঞ্জে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত
আপডেট: ০৯:৩১ pm ৩০-০৭-২০২০
 
 


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসীসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকসহ দুজন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর চারটার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী খুলনা জেলার দীঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের ইমদাদুল (২৫), তার পিতা মো. জিয়ারুল (৫৫) ও দুলাভাই সাজ্জাদ মোল্লা (৩৫)।

আহত খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিঁপড়াডাঙ্গা গ্রামের শামীমকে (২৫) মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, বুধবার রাতে ইমদাদুল একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা বিমান বন্দরে এসে নামেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিমান বন্দর থেকে একটি প্রাইভেটকারে করে খুলনার দীঘলিয়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেন। প্রাইভেটকারটি ভাটিয়াপাড়া ফ্লাইওভারে ওঠার সময় ডিভাইডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নি এম/