eibela24.com
মঙ্গলবার, ১৮, জানুয়ারি, ২০২২
 

 
আসামের বন্যায় এক কোটি টাকা দান অক্ষয়ের 
আপডেট: ১০:৩৭ pm ২১-০৮-২০২০
 
 


আবারও বিপর্যয় এবং আবারও অক্ষয়। আসামের বন্যাদুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন তিনি। সেই দানের প্রাপ্তিস্বীকার করে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, বলিউডের এই সুপারস্টার বন্যাত্রাণে এক কোটি টাকা দান করেছেন। টুইট করে অক্ষয়কে ধন্যবাদও জানিয়েছেন সর্বানন্দ।

টুইটে তিনি লিখেছেন, অসমের বন্যাত্রাণে ১ কোটি টাকা দেওয়ার জন্য অক্ষয় কুমারজি, আপনাকে ধন্যবাদ। দুর্যোগের সময় আপনি সর্বদা সহমর্মিতা ও সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান। আপনি আসামের প্রকৃত বন্ধু। আপনার উপর ঈশ্বরের যাবতীয় আশীর্বাদ বর্ষিত হোক।

উল্লেখ্য, গত প্রায় তিন মাস ধরে আসামের ২২টি জেলা জুড়ে প্রবল বন্যা। ইতিমধ্যেই বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। দুর্যোগের কারণে বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

আসাম প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধু এবার নয়, গত বছরও বন্যাত্রাণে ২ কোটি টাকা সাহায্য করেছিলেন অক্ষয়।

নি এম/