eibela24.com
শনিবার, ০৭, ডিসেম্বর, ২০২৪
 

 
আটোয়ারীতে অপহরণের চার দিন পর দশম শ্রেণীর ছাত্রী উদ্ধার
আপডেট: ১০:৩৬ pm ১১-১০-২০২০
 
 


পঞ্চগড়ের আটোয়ারীতে অপহরণের চার দিন পরে ভিকটিম উদ্ধার করেছে থানা পুলিশ। 

গত শনিবার সন্ধ্যায় তেতুলিয়া থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে তার বাবার জিম্মায় দেয় হয়। 

থানা ও বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের হাজি সাহার আলী এলাকার মোঃ তৌহিদুল ইসলাম এর ১০ শ্রেণীর ছাত্রী গত ৬ অক্টোবর অপহরণ হয়। ৭ অক্টোবর এ ঘটনায় একটি অপহরণ মামলা রুজু করেন ভিকটিমের বাবা।
অপহরণের চার দিন পরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন এর নেতৃত্বে এসআই মোকাররম হোসেন জেলার তেতুলিয়া উপজেলার সালবাহান এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করলেও আসামী ধরতে অক্ষম হয় পুলিশ। পরে ভিকটিমকে আটোয়ারী থানায় নিয়ে এসে রবিবার সকালে আইনানুগ কার্যক্রম শেষে বাবা তৌহিদুলের জিম্মায় তুলে দেয়া হয়।

নি এম/নিতিশ