eibela24.com
শনিবার, ০৭, ডিসেম্বর, ২০২৪
 

 
অলিম্পিকে বিশ্বের দ্রুততম মানবী এলাইনে থম্পসন
আপডেট: ১০:০৬ pm ৩১-০৭-২০২১
 
 


অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। দ্রুততম মানব-মানবী নির্ধারিত হয় এই ইভেন্টের মাধ্যমেই। উসাইন বোল্ট নেই। কিন্তু তার দেশ জ্যামাইকার মেয়েরাই জিতে নিলো টোকিও অলিম্পিকের দ্রুততম মানবীর খেতাব।

রেকর্ড গড়েই বিশ্বের দ্রুততম মানবীর শিরোপা জিতে নিলেন এলাইনে থম্পসন হেরাহ। ১০.৬১ সেন্ডে সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েন তিনি।

১০০ মিটার স্প্রিন্টে পরের দুই বিজয়ীও ক্যারিবীয় দেশ জ্যামাইকার। শেলি অ্যান ফ্রেজার প্রাইস ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে জিতলেন রৌপ্য পদক এবং একই দেশের আরেক স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতলেন ব্রোঞ্জ পদক।

নি এম/