দক্ষিণ আমেরিকার দেশ পেরু। পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাসটিলোকে ক্ষমতাচ্যুত ও আটকের পর ৭ দিনের প্রতিবাদ ও রাজনৈতিক অভ্যুত্থান-পরিস্থিতি সামাল দিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল বুধবার পেরুর প্রতিরক্ষামন্ত্রী আলবার্তো ওটারোলা ৩০ দিনের 'কর্মসূচী' ঘোষণা করেন যার মধ্যে রয়েছে স্বাধীনভাবে চলাফেরা ও সমাবেশের ওপর স্থগিতাদেশ, কারফিউ জারি এবং সড়কে প্রতিবন্ধকতা তৈরি।
প্রতিরক্ষমন্ত্রী তার ঘোষণায় বলেন, 'মানুষের ব্যক্তিগত সম্পত্তি, অবকাঠামোসহ পেরুবাসীর নিরাপত্তায় দেশের পুলিশ সশস্ত্র বাহিনীকে সর্বোতভাবে সহায়তা করবে।'
এদিকে, ক্যাসটিলোর সমর্থকরা বামপন্থি এ নেতার মুক্তির দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং তারা নতুন নির্বাচন ও প্রেসিডেন্ট দিনা বলুআর্তের পদত্যাগের দাবি জানান। জানা গেছে, বিক্ষোভে ছয়জন নিহত হয়েছে। সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান
এইবেলাডটকম/বম