ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে তেলসমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলার ঘটনাটি ঘটে।
এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
কর্মকর্তারা জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করা হয়।
বিস্ফোরণের পর ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি হামলা চালানো হয়েছিল। এই হামলায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
এক কর্মকর্তা বলেন, এক হামলাকারী নিহত হয়েছে। অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বাগদাদ থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনেও তাদের হাত ছিল বলে জানিয়েছে আইএস।
আইএস একসময় ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়ে সেখানে তাদের শাসন কায়েম করেছিল।
কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের শক্তিকেন্দ্রগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়ার পর তাদের বিরুদ্ধে জয় ঘোষণা করে ইরাকি বাহিনীগুলো।
এইবেলাডটকম/মভশ