eibela24.com
শনিবার, ০৭, ডিসেম্বর, ২০২৪
 

 
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে পুলিশের ৭ নির্দেশনা
আপডেট: ১২:৩২ pm ২২-১২-২০২২
 
 


দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে ২৮ ডিসেম্বরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রোরেল উদ্বোধন করবেন। শুরুতেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেত্রোরেল চলবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মেট্রোরেল চলাচল শুরু করবে। মেট্রোরেল সেবার প্রথম ট্রেনটি চালাবেন একজন নারী চালক।

এদিকে উদ্বোধনীর দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত মেট্রোরেল–সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য সাতটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্টোপলিটন (ডিএমপি) পুলিশ।ডিএমপির সাত নির্দেশনায় বলা হয়েছে—
১.
কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না;
২.
কোনো বাণিজ্যিক ভবনে ২৮ ডিসেম্বরে নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না;
৩.
২৮ ডিসেম্বর মেট্রোরেল–সংলগ্ন কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না;

৪.
ওইসব এলাকার ভবন বা ফ্ল্যাটে ওই দিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না;
৫.
মেট্রোরেল–সংলগ্ন কোনো ভবনের বাণিজ্যিক এলাকার বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না;
৬.
আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে;
৭.
মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

এইবেলাডটকম/মভশ