eibela24.com
শুক্রবার, ১১, অক্টোবর, ২০২৪
 

 
হবিগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত
আপডেট: ০৩:২৬ pm ০৭-০১-২০২৩
 
 


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

শনিবার(৭ জানুয়ারি) ভোররাত ৪ ঘটিকার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ম্যাটাডোর ইন্ডাস্ট্রির সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫), কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)। নিহত আব্দুস সালামের স্ত্রী সাদিয়া বেগম (২৬) ও তার মেয়ে হাবিবা আক্তারকে (২) গুরুতর আহত অবস্থায়  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজনেই মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম ভূইয়া  বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোররাতে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল। শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সেই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও ৫ জন।

এই সময়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

এইবেলাডটকম/মভশ