ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে ৩৭ প্রার্থীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্র ও শনিবার দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে প্রার্থীদের অর্থদন্ড দেন। পরে দন্ডিতরা শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির হয়ে জরিমানার অর্থ পরিশোধ করেন ।
জানা গেছে,ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার শাম্মী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন ও ১৪ সাধারণ সদস্যকে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা অর্থদন্ড করেন।
গত শুক্রবার বড়হিত ইউনিয়নের আবদুল মোতালেব ভুঁইয়া (লাঙল) ১০ হাজার, শাহ জালাল (নৌকা) ৭ হাজার, উচাখিলা ইউনিয়নে আনোয়ারুল হাসান খান সেলিম (লাঙল) ৭ হাজার, ঈশ্বরগঞ্জ ইউনিয়নে আবু হানিফা (নৌকা) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।গত শনিবার চেয়ারম্যান পদে মগটুলা ইউনিয়নের আবদুল হাদী (লাঙল) ১০ হাজার, বদরুজ্জামান মামুন (নৌকা) ৩০ হাজার, তারুন্দিয়া ইউনিয়নে জাহিদ হাসান (ধানের শীষ) ২ হাজার, রাজীবপুর ইউনিয়নে মো. আলী ফকির (লাঙল) ৫ হাজার, আবদুর রাজ্জাক (নৌকা) ২৫ হাজার, মুদাব্বিরুল ইসলাম (স্বতন্ত্র) ১০ হাজার, আশরাফুল ইসলাম চাঁন মিয়া (স্বতন্ত্র) ২৫ হাজার, উচাখিলা ইউনিয়নের শফিকুল ইসলাম (নৌকা) ১০ হাজার, মোয়াজ্জেম হোসেন (ধানের শীষ) ১০ হাজার, বড়হিত ইউনিয়নে আবুল মুনসুর বকুলকে (ধানের শীষ) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত দুই দিনে সংরক্ষিত সদস্য পদে রাজীবপুরের লক্ষ্মী রাণী ৫ হাজার, কামরুন নাহার ৫ হাজার, আসমা বেগম ৫ হাজার, ফাতেমা ৫ হাজার, উচাখিলা ইউনিয়নে মোছা. ইয়াসমিন ৫ হাজার, চাঁদ সুলতানা ৫ হাজার, রীতা বেগম ৫ হাজার শাহানাজ আক্তার ৫ হাজার ও নাসরিন সুলতানাকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গত দুই দিনে সাধারণ সদস্য পদে মগটুলায় আবু সাঈদ ৫ হাজার, উচাখিলায় আবুল বাশার ৫ হাজার, রাজীবপুরে শফিকুল ইসলাম ৫ হাজার, ওহেদ আলী ৫ হাজার, জুয়েল রাণা ৫ হাজার, নজরুল ইসলাম ৫ হাজার, রইছ উদ্দিন ৫ হাজার, আবদুল মালেক ৫ হাজার, হারুন অর রশিদ ৫ হাজার, আবদুস সাত্তার ৫ হাজার, ইসরাফিল ১০ হাজার, জাহাঙ্গীর আলম ৫ হাজার, আবদুর রাশিদ ৫ হাজার, ফাকরুল ইসলাম ৫ হাজার, রাজীবপুরে হেলাল উদ্দিন ৫ হাজার, বুলবুল আহমেদ ৫ হাজার, আবুল হোসেন ৫ হাজার, জলিল ফকির ৫ হাজার, সিদ্দিকুর রহমান ৫ হাজার, শাজাহান কবীর ৫ হাজার, মগবুল
হোসেন ৫ হাজার ও মনিরুজ্জামান ৫ হাজার, বড়হিতের শাহ আলম ৫ হাজার, উচাখিলার আবুল কাশেম ৭ হাজার, হেকিম মন্ডল ৫ হাজার, সামুয়েল ৫ হাজার ও শহীদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে।
পরে দন্ডপ্রাপ্তরা শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে হাজির হয়ে জরিমানার অর্থ পরিশোধ করেন।
এইবেলাডটকম/রবীন্দ্র নাথ পাল/এআরসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com