ময়মনসিংহ প্রতিনিধি: আজ ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেছেন, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নান্দাইল উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন করার জন্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেন।
গতকাল শনিবার নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউয়িন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য/সদস্যাদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ শাহানূর আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মইনুল হক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান, আনসারের সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মোঃ আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।সভাটি সার্বিক পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসীম উদ্দিন।
এইবেলাডটকম/রবীন্দ্র নাথ পাল/এআরসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com