স্পোর্টস ডেস্ক: ‘ক্লাব কাপ হকি টুর্নামেন্ট-২০১৬’এর ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। আগামী সোমবার (০৯ মে) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
দল দুটির কোচ, ম্যানেজার ও অধিনায়ক ফাইনালের আগে রোববার (০৮ মে) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সেখানে তারা প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি শিরোপা জয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন।
এর আগে গত ২৫ এপ্রিল থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয় এই টুর্নামেন্ট। এবারের ক্লাব কাপ হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নেয়। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। ক্লাব কাপ হকির ‘ক’ গ্রুপে ছিল ঊষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপে ছিল আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব।
এইবেলা ডটকম/এআরসি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|