ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের বলাশপুর মহামায়া ভুমিহীন আবাসন প্রকল্পের গরীব সঞ্চয়কারীদের জমানো টাকা থেকে প্রায় পৌনে দুইলাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির সভাপতি বাদল সরকার।
লিখিত অভিযোগে বলা হয়, সমিতির সভা না ডেকে ক্ষুদ্র সঞ্চয়কারীদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ মাসিক চাঁদা ও এককালীন টাকা তুলে তা ব্যাংকে জমা না দিয়ে সমিতির সেক্রেটারী বাসু সাহা ও ক্যাশিয়ার সাবিনা ইয়াসমীন প্রায় ১লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেন । গত ১৫ই এপ্রিল সমিতির সাধারন সদস্যরা সাধারন সভায় মিলিত হয়ে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করে টাকা উদ্ধারে জেলা সমবায় কর্মকর্তা সহ আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ অভিযোগ করা হয়।
এদিকে সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা আজ জানান, তিনি মহামায়া ভুমিহীন আবাসন প্রকল্পের সভাপতির কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন।
এইবেলাডটকম/রবীন্দ্র নাথ পাল/এআরসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com