সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
সোমবার, ২৮শে মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
 যশোরে ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশ: ১০:৩৫ pm ১৩-১১-২০২০ হালনাগাদ: ১০:৩৫ pm ১৩-১১-২০২০
 
 যশোর প্রতিনিধি
 
 
 
 


যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই মিরাজ হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া ঢাকা রোড ব্রিজের নিচে বড় বোন মমতাজের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মানিক হোসেনের ছেলে। তিনি পেশায় খোয়া ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় বোন মমাতাজ ও ছোটভাই ইরানের সঙ্গে কথাকাটাকাটি হয় মিরাজের। এর একপর্যায়ে ছোটভাই ইরান ধারালো চাকু দিয়ে বড়ভাই মিরাজের বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় মিরাজকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমীয় দাস জানান, মিরাজের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71