পিরিয়ডের সময় পেটে অসহ্য ব্যথা। বছরের পর বছর ধরে যন্ত্রণা সহ্য করতে করতে অতিষ্ঠ তরুণী যে চিকিৎসককেই দেখিয়েছেন, শুনেছেন একই কথা। যন্ত্রণার উপশম চাইলে জরায়ু কেটে বাদ দিতে হবে। অবশেষে রোগমুক্তি ঘটেছে তাঁর। ইটানগরের দাতব্য রামকৃষ্ণ মিশন হাসপাতালের চিকিৎসকরা ৫০টি টিউমার বার করেছেন তাঁর জরায়ু থেকে।
১৫ তারিখ হয়েছে এই অপারেশন। অরুণাচল প্রদেশের বাসিন্দা ওই মহিলার বয়স বছর ৩০-৩১, অবিবাহিত। রক্তাল্পতায় ভোগা মেয়েটির পিরিয়ড এত বেশি হত যে রক্ত দিতে হত তাঁকে। দিল্লি, চেন্নাই সহ বেশ কিছু শহরে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি, প্রত্যেকে বলেছেন, সমাধান একটাই- হিস্টেরেকটমি বা জরায়ু বাদ দেওয়া।
অবশেষে রামকৃষ্ণ মিশন হাসপাতালের চিকিৎসকরা ধরতে পারেন, তাঁর অসুস্থতার আসল কারণ। এক দুইটা নয়, তাঁর জরায়ুতে ৫০টা টিউমার রয়েছে।
মেয়েটি যাতে ভবিষ্যতে মা হতে পারেন, সে কথা মাথায় রেখে তাঁর জরায়ুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তিন ঘণ্টা ধরে চলে অপারেশন। মেয়েটি সুস্থ হয়ে উঠেছেন, তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
নি এম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|