ডেস্ক রিপোর্টঃ সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধার ও তাদের আশ্রয়ে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ এ তথ্য জানান।
মেরি হার্ফ বলেন, অভিবাসীদের উদ্ধার ও পুনর্বাসনে জাতিসংঘ অভিবাসন সংস্থার নেতৃত্বে বহুজাতিক প্রচেষ্টায় অংশ নেওয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সাথে যৌথভাবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমারের সরকারের নীতির বিষয়ে উদ্বেগ জানান ম্যারি হার্ফ। রোহিঙ্গারা দেশটিতে জাতিগত ও ধর্মীয় বৈষম্যের শিকার বলেও জানান তিনি।
হার্ফ বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সমুদ্রে ভাসমান অভিবাসীদের উদ্ধার ও তাদের দ্রুত ত্রাণ-সহায়তা দিতে বাংলাদেশকে সহযোগিতার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানাবেন। যেসব কারণে লোকজন সমুদ্রে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছে সেসব বিষয়ে আমরা উদ্বিগ্ন। এর মধ্যে আছে সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের নীতি, যাতে জাতিগত ও ধর্মীয় বৈষম্যের স্থান রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়াসহ রাখাইন রাজ্যে দীর্ঘ সময়ের বিভিন্ন বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলবেন উপমন্ত্রী।'
হার্ফ বলেন, অভিবাসী সমস্যা নিরসনের একমাত্র সমাধান হল যে কারণে তারা দেশত্যাগে বাধ্য হচ্ছে, সেই কারণটিকে প্রশমিত করা।
এইবেলা ডট কম/আরএইচএস
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|