আন্তর্জাতিক ডেস্ক : অমাবস্যার রাতে কন্যা সন্তান জন্ম নেওয়ায় খুন করে পলিথিনে মুড়িয়ে মেয়েকে রাস্তায় ফেলে এলো মা-বাবা।
আর এই মর্মান্তিক ঘটনাটি গত সোমবার ভারতের কর্নাটক রাজ্যের মাইসোরে ঘটেছে।
ওইদিন ছিল অমাবস্যা। অমাবস্যার রাতে হারপ্রিত সিংয়ের স্ত্রী জাগনা সিং এক মেয়ে সন্তানের জন্ম দেন। ওই দম্পতির আগে আরো তিনটি মেয়ে সন্তান আছে।
কিন্তু স্থানীয় এক জ্যোতিষী বিধান দেন- এই কন্যাসন্তান মোটেই শুভ নয়। ফলে তাকে মেরে ফেলাই শ্রেয়। এরপর মেয়ের বাবা হারপ্রিত সদ্যজাতকে একটি পলিথিন ব্যাগে ভরে রাস্তায় ফেলে আসে। ‘অমঙ্গলে’র হাত থেকে বাঁচতে, এর চেয়ে অন্য কোনো সহজ উপায় সম্ভবত ওই ‘বাবা-মা’য়ের কাছে ছিল না।
এরপর রাস্তার মানুষ শিশুটিকে কুড়িয়ে পায়। কিন্তু ততক্ষণে শিশুটি আর বেঁচে নেই। তবু শেষ চেষ্টা হিসেবে রাস্তার মানুষরাই শিশুটিকে নিয়ে দৌড়ে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছে সদ্যোজাত।
পরে পুলিশের সূত্রে ঘটনার পরের দিন সকালে অভিযুক্ত বাবা-মায়ের সন্ধান মেলে। হতদরিদ্র ওই বাবা-মা স্বীকার করেন ‘অমঙ্গল’ থেকে পরিবারকে বাঁচাতে শিশুটিকে ফেলে দিয়েছেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা হেফাজতে আছেন পাষণ্ড ওই বাবা-মা।
সূত্র :হিন্দুস্তান টাইমস
এইবেলাডটকম/এএস
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|