আগের দিন একাধিকার জীবন পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। আজকেও পেলেন। তবে আর ৪ রানের বেশি করতে পারলেন না। ফিরলেন ইবাদত হোসেনের বলে বোল্ড হয়ে। তবে রবিচন্দ্রন অশ্বিন এরপর দাঁড়িয়ে গেলেন উইকেটে। যার ব্যাটে এখন ৪০০ রানের পুঁজির স্বপ্ন দেখছে ভারত।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৪৮।
অশ্বিন ৪০ রানে অপরাজিত। কুলদিপের রান ২১। অস্টম উইকেটে এরই মধ্যে ৫০ রানের জুটি হয়ে গেছে তাদের।
৬ উইকেটে ২৭৮ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করা ভারত আর ১৫ রান যোগ করতে হারায় আইয়ারের উইকেট। ৯৮তম ওভারের শেষ বলে তিনি বোল্ড হন। আগের দিন উইকেট শূন্য থাকা ইবাতের প্রথম শিকার তিনি।
ইবাদতের করা ঠিক আগের ওভারেই শ্রেয়াস জীবন পান। ক্যাচ ছাড়েন লিটন দাস। আইয়ার শেষ পর্যন্ত ১৯২ বলে ১০ চারে ৮৬ রান করেন।
আগের দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথম সেশনে এক পর্যায়ে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে চেতেশ্বর পুজারা ও আইয়ারের ব্যাটে চাপ কাটায়। শেষ বিকেলে পুরাজা ৯০ রান করে ফিরেছিলেন। তবে শ্রেয়াস অপরাজিত ছিলেন।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com