বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তিনি গেল মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৪ জুন) আইসিসি এক ঘোষণায় এ কথা জানিয়েছে।
এদিন, এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘আমাকে সেরা নির্বাচন করতে গিয়ে যারা ভোট দিয়েছেন, তারা শুধু আমাকে না, বাংলাদেশকেই জিতিয়ে দিয়েছেন।’
তবে সেরার পুরস্কার পাওয়ার পর নিজের মধ্যেই যেন দায়িত্ববোধ আরও বেড়ে গেছে মুশফিকের। তাই শুধু মাসসেরা ক্রিকেটার হয়েই থেমে থাকতে চান না তিনি। জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান বছরজুড়েই। বলেন, বাংলাদেশকে আমি যেন আরও ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি। ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারি। আমার সেই চেষ্টাই থাকবে।
ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৩৭ রান করেছিলেন মুশফিক। তার গড় ছিল ৭৯।
সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মুশফিক। এই তালিকার অন্য দু'জন হলেন- পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমে। তাদের পেছনে ফেলে সেরা হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com