বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাজাঁসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকে ভ্র্যম্যমান আদালতে জরিমানা ও একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল-ডুমুরিয়া সড়ক থেকে রাজিহার গ্রামের সুকদেব রায়, সজল বালা, সুমন হাওলাদারকে শনিবার বিকেলে পুলিশ গাজাঁ সেবনের সময় গ্রেফতার করে। তাদের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহম্মেদ রাসেল প্রত্যেক গাজাঁসেবীকে একহাজার টাকা করে জরিমানা করেছেন।
শনিবার রাতে উপজেলার ছয়গ্রাম থেকে কালাম আকনের ছেলে সোহাগ আকনকে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই শাহজাহান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এ/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|