বরিশালের আগৈলঝাড়ায় শারীরিক নির্যাতনের মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এক গৃহবধূ। মামলার আসামী প্রকাশ্যে হুমকি-ধামকি দিচ্ছেন মামলার বাদী ও তার পরিবারকে। মামলার তদন্তকারী কর্মকর্তাও তাদের সহযোগিতা করছে না বলে জানা যায়।
অভিযোগ ও মামলাসূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের বিমল সরকারের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত একই গ্রামের মৃত হরিচরণ মধুর ছেলে কৃষ্ণকান্ত মধু।
২৯ আগস্ট রাতে ওই গৃহবধূর স্বামী বিমল সরকার মোহনকাঠী গোবিন্দ আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে যায়। এ সুযোগে ওঁৎ পেতে থাকা কৃষ্ণকান্ত মধু গভীর রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে মুখে কাপড় গুঁজে দিয়ে জোর পূর্বক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে।
৩০ আগস্ট গৃহবধু বাদী হয়ে কৃষ্ণকান্ত মধুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা করার পর কিছুদিন আসামী পলাতক ছিল। বর্তমানে আসামী প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী। এমনকি মামলার বাদীকে প্রকাশ্যে দেখে নেবার হুমকি-ধামকি দিচ্ছেন আসামী কৃষ্ণকান্ত মধু।
বাদী জানান, নির্যাতনের মামলা করে বর্তমানে সে এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|