ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি এলাকা থেকে ৫শ’র বেশি পর্বতারোহী এবং তাদের গাইডদের সফলভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় তারা সেখানে আটকা পড়েছিল।
মঙ্গলবার জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা একথা জানিয়েছেন।
সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, ‘তারা সকলে নিরাপদে ও ভাল রয়েছে।’
রবিবার ভোরে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট রিনজানি আগ্নেয়গিরিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে সেখানে এসব পর্বতারোহী আটকা পড়ে। প্রতি বছর সেখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসে।
আটকা পড়া পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ড ও থাইল্যান্ডের নাগরিক রয়েছে। সূত্র: বাসস
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|