স্পোর্টস ডেস্ক: রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠে গেছেন কানাডিয়ান মিলোস রাওনিচ। শুক্রবার জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠার ম্যারাথন তিনি জিতেছেন ৬-৩ গেমে।
রাওনিচ টানা চারটি দুর্দান্ত সেভে ফেদেরারকে কাবু করেন। ফলে ৬-৩, ৬-৭ (৩/৭), ৪-৬, ৭-৫, ৬-৩ গেমে হেরে অঘটনের শিকার হন ফেদেরার।
৩৪ বছর বয়সী ফেদেবার উইম্বলডনে নিজের ১১তম সেমিফাইনালে এসে হারলেন এই প্রথম। তবে কোয়ার্টার ফাইনালের মতো আজও কিন্তু ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ফিরে এসেছিলেন। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটের জয়টিও এসেছে টাইব্রেকারে।
সেই স্মৃতি ভুলিয়ে দিলেন তৃতীয় সেটে। ৬-৪ গেমে সে সেট জিতে নিজের ২৮তম গ্র্যান্ড স্লাম ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ফেদেরার।
কিন্তু ক্লান্তি যে ধরে বসেছিল তাকে। চতুর্থ সেটে তার ভুলেই সার্ভ ব্রেক করলেন রাওনিচ, সে সেট জিতে সমতায় চলে এলেন।
পঞ্চম সেটে আর পাত্তাই দিলেন না ফেদেরারকে। দুর্দান্ত সব সার্ভে এক পেশে বানিয়ে ফেললেন সেটটি। রাওনিচ ৪-১ গেমে এগিয়ে যাওয়ার পরই একটু খেলার ফেরার চেষ্টা দেখা গেল ফেদেরারের মাঝে।
কিন্তু রাওনিচের কোনো সার্ভিসই ব্রেক করতে পারলেন না তিনি। ফলে ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আবারও হাত ছোঁয়া দূরত্ব থেকে ফিরলেন ফেদেরার।
২৫ বছর বয়সী রাওনিচ রোববার ফাইনালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে এবং টমাস বার্ডিচের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন।
ফাইনালে সেরেনা দুই বোনের ফাইনাল হওয়ার আশংকা থাকলেও সেটিকে আর বাস্তবে পরিণত হতে দিলেন না অ্যাঞ্জেলিকা কারবার।
বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠে গেছেন জার্মান এই তারকা। সেখানে তার প্রতিপক্ষ ছোট বোন সেরেনা উইলিয়ামস।
নবমবারের মত উইম্বলডনের ফাইনালে উঠলেন সেরেনা। শেষ চারে সেরেনা উইলিয়ামস ৬-২ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়ে দেন এলিনা ভেসনিনাকে।
রাশিয়ান তারকাকে হারাতে টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা সময় নেন মাত্র ৪৮ মিনিট।
এইবেলা ডটকম/এসবিএস
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|