উদ্ধারকারীদের প্রতি সম্মান জানাতে বৌদ্ধ ধর্মের আচার অনুযায়ী মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে গেছে থাইল্যান্ডের গভীর গুহা থেকে উদ্ধার হওয়া ১১ ফুটবলার।
একটি বৌদ্ধ মন্দিরে ওই ফুটবলাররা নয়দিন থাকবে যাদের সবার বয়স ১১-১৬ এর মধ্যে। চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় নয় দিন আটকে থাকার পর প্রথম তাদের সন্ধান পাওয়া গিয়েছিল।
গুহায় আটকে পড়া খেলোয়াড়দের কোচ নিজেই বৌদ্ধ ভিক্ষু হিসেবে এক দশক কাটিয়েছেন। তাদের সন্ন্যাসীর মর্যাদা দেয়া হবে। খ্রিস্টান হওয়ায় এ আচার-অনুষ্ঠানে অংশ নেয়া থেকে বিরত আছে ১৪ বছর বয়সী এক ফুটবলার। সূত্র: গার্ডিয়ান
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|