স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ফেডারেশন কাপ হাতছাড়া করেছে আবাহনী। কিন্তু হকির ফাইনাল ঠিকই জিতে নিল ক্লাবটি। আজ সোমবার মার্সেল ক্লাব কাপ হকিতে ঊষা ক্রীড়া চক্রকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। দীর্ঘ আট বছর পর ক্লাব কাপ হকির শিরোপা জিতলো জিতলো তারা।
শুরুটা ভাল ছিল অবশ্য ঊষারই। ৮ মিনিটে এগিয়ে যায় তারা। গোল করেন মালয়েশিয়ান ফরোয়ার্ড ফাইজাল বিন শারি। তবে ১৫ মিনিটে সমতা আনে আবাহনী। তৌফিক আরশাদের মাটি কামড়ানো হিটে বল জড়ায় জালে।
২৭ মিনিটে এগিয়ে যায় আবাহনী। পাকিস্তানি ফরোয়ার্ড ইরফান বক্সের মাঝামাঝি থেকে স্টিকের জাদুতে দু’জন মার্কারকে পেছনে ফেলে গোল করেন (২-১)। ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে স্কোর লাইন ৩-১ করে ফেলে আবাহনী। গোলদাতা শাকিল আব্বাসি।
৪৮ মিনিটে আবাহনীর হয়ে চতুর্থ গোল করেন শাফকাত রসুল। মিনিটে দলের পঞ্চম কর্নার থেকে শাফকাত রসুলের পুশ ও রুম্মানের স্টপে পঞ্চম গোলটি করেন তৌসিফ আরশাদ (৫-১)। এভাবেই তৃতীয় ক্লাব কাপ শিরোপা জয়ের আনন্দে মাতে গোটা আবাহনী শিবির। এর আগে আবাহনী শিরোপা জিতেছিল ২০০৪ ও ২০০৮ সালে।
এইবেলা ডটকম/ এটি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|