একটি টি-ব্যাগ দিয়ে সাধারণত এক কাপ চা-ই বানানো হয়। তবে ব্রিটিশ জুয়েলারি নির্মাতা প্রতিষ্ঠান বডেলস এমন একটি টি-ব্যাগ তৈরি করেছে যেটি দিয়ে দুই লাখ কাপ চা পাওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে প্রতি কাপ চায়ের দাম হতে হবে পাঁচ টাকা। অর্থাৎ বিশেষ এই টি-ব্যাগটির দাম এগারো লাখ টাকার কাছাকাছি। একটি টি-ব্যাগের দাম এগারো লাখ টাকা হওয়ার কারণ টি-ব্যাগটিতে বসানো রয়েছে ২৮০টি মূল্যবান হীরা।
ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল বিশেষ এই টি-ব্যাগটি। এটি অবশ্য কোনো মেশিনে তৈরি করা হয়নি। তিন মাস ধরে একটি একটি হীরা বসিয়ে হাতে বুনে তৈরি করা হয়েছিল এটি। ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপাতালের শিশুদের চিকিত্সা খাতে সাহায্যের উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই টি-ব্যাগ।
আরডি/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|