এক বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার লাসিথ মালিঙ্গা।
ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ স্পিন বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। আগামী ২৮ অক্টোবর কলম্বোতে মুখোমুখি হবে দু’দল।
দলের অধিনায়ক করা হয়েছে থিসারা পেরেরাকে। ওয়ানডে সিরিজে ভালো না করলেও টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন কুশল মেন্ডিস। যদিও ১৫ সদস্যের এই দলে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:
থিসারা পেরেরা, দিনেশ চান্দিমল, নিরোশান ডিকভেল, কুলস পেরেরা, কুলস মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, দুশমন্থ চামিরা, আকিলা ধনাঞ্জয়া, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লক্ষন সন্দাকান।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|