রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপারে হানিফ ফ্লাইওভার ব্রিজে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক প্রাইভেটকারের চালকের বাম পা বিছিন্ন হয়ে গেছে।
আহত অবস্থায় প্রাইভেট কারের চালক রাসেলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পুলিশ ধাওয়া করে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রীন লাইন পরিবহনের বাস ও গাড়ি চালককে আটক করে।
যাত্রাবাড়ী থানার ওসি জানান, গ্রীন লাইন পরিবহনের বাসটি ঢাকায় প্রবেশের জন্য যাত্রাবাড়ী ফ্লাইওভার অতিক্রম করছিল। ফ্লাইওভারের মাঝের কোন স্থানে বাসটি প্রাইভেটকারকে হালকা ঘষা দিয়ে ওভারটেক করে। এ ঘটনার পর প্রাইভেটকার চালক গাড়ি দ্রুত চালিয়ে বাসটিকে ওভারটেক করেন। পরে বাসটিকে থামানোর নির্দেশ দিলে, চালক রাসেলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|