স্পোর্টস ডেস্ক: আগামী আগস্টে রিও ২০১৬ অলিম্পিক গেমসে ছয় ডিসিপ্লিনের কমপক্ষে ৩১ জন অ্যাথলেট নিষিদ্ধ হতে পারেন। মঙ্গলবার একথা ঘোষণা করেছেন অলিম্পিক প্রধান।
২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে অংশ নেয়া অ্যাথলেটদের মধ্যে ৪৫৪ জনের ডোপিং নমুনা ফের পরীক্ষা করে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
২০১২ লন্ডন অলিম্পিকও বাদ যায়নি। চার বছর আগে অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের মধ্য থেকেও ২৫০ জনের ডোপিং নমুনা পুনঃপরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট এখনও আইওসির হাতে আসেনি।
এইবেলা ডটকম/এডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|