নতুন বছরের প্রথম সকালে করোনা রোধে দেশবাসীকে সাত দফা নির্দেশিকা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা প্রতিরোধে টানা ৪০ দিন লকডাউনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি। তারপরেই তাঁর বক্তব্য শেষ করার আগে এই সাত দফা নির্দেশিকা জারি করেন মোদি।
শুধু করোনা প্রতিরেধই নয়, এই সময় আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয় সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিন যে সাতটি বিষয় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সেগুলি একবার দেখে নিন।
প্রথমত, এই খারাপ সময় বাড়ির বয়স্ক মানুষকে সাবধানে রাখতে হবে। কারণ, তাঁদের পক্ষে করোনা অত্যন্ত খারাপ। সেদিকে নজর রাখতে হবে।
দ্বিতীয়ত, লকডাউনে সব নিয়ম কড়াভাবে পালন করতে হবে, ঘরে তৈরি মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছেন তিনি। বাইরে বেরোলে সব নিয়ম মানার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
তৃতীয়ত, নিজের রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য আয়ুষ মন্ত্রকের নির্দেশিকা পালন করার কথা বলেছেন মোদি। গরম জল খাওয়া কিংবা অন্যান্য যে টোটকা সংশ্লিষ্ট মন্ত্রক জারি করেছে তা মেনে চলার কথাই বলেছেন তিনি।
চতুর্থত, আরোগ্য সেতু মোবইল অ্যাপ অবশ্যই ডাউনলোড করতে বলেছেন তিনি। এছাড়াও নিজের পরিচিতদের এই অ্যাপ ডাউনলোড করার জন্য প্রত্যেককে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
এই দুর্দিনে দেশের খেটে খাওয়া মানুষ, গরীব পরিবারের পাশে দাঁড়ানোর আর্জিও জানিয়েছেন তিনি। পাশাপাশি, নিজের ব্যবসায় ও অফিসে কাজ করা ব্যক্তিদের চাকরি যাতে না যায় সেই দিকে নজর দেওয়ার কথাও বলেচেন তিনি। আর সপ্তম তথা শেষ বার্তায় মোদি জানিয়েছেন, এই দুর্দিনে চিকিৎসক, নার্স, সাফাইকর্মীদের যথাযথ সম্মান করুন। কারণ, তাঁদের জন্যই আমরা আজ ভাল রয়েছি।
নি এ্ম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com