প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে জর্জরিত হয়ে আছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলের সাতজন তারকা ফুটবলার করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। ভঙ্গুর দল নিয়ে খেলতে নেমে নতুন মৌসুমের প্রথম ম্যাচে হারও দেখে ফরাসি চ্যাম্পিয়নরা। দলের এমন বাজে সময়ে সুসংবাদ বয়ে আনলেন নেইমার।
করোনা থেকে মুক্ত হলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। দলের সাতজন ফুটবলারের মধ্যে সবার আগে করোনা পজিটিভ হলেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান। নিজের টুইটারে লিখেছেন, ‘আমি অনুশীলন শুরু করেছি, খুব বেশি খুশি আমি।’
করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে সুযোগ পাওয়া নেইমার। প্রথম ম্যাচে আরসি লঁসের কাছে ১-০ ব্যবধানে হার দেখা নেইমাররা পরের ম্যাচেই জয়ের সুবাস পেতে চায়। রোববার মার্শেইর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবেন নেইমার।
এদিকে পিএসজির এখনো ছয়জন তারকা ফুটবলার এখনো করোনায় আক্রান্ত হয়ে আছেন। তারা হলেন অ্যাঙ্গেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে, কেইলর নাভাস, মাউরো ইকার্দি, হেরেইরা এবং লেয়ান্দ্রো পারদেস।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com