চুয়াডাঙ্গা শহরের সমবায় ব্যাংক মার্কেটে চুরির ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার এক এসআই ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, ১৮ আগস্ট রাতে সমবায় ব্যাংক মার্কেটে কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়। বিষয়টি নিয়ে ব্যাবসায়ীরা
মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে।
দায়িত্বে অবহেলার কারণে রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এক এসআইসহ ৫ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও পুলিশের দায়িত্বশীল কোনো ব্যক্তির মতামত পাওয়া যায়নি।
জে/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|