পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিদ্বগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে তোফাজ্জেল হাওলাদার (৩২) মারা গেছে। তোফাজ্জেল ওই ঘরের মধ্যে শিকলবন্দী অবস্থায় ছিলো।
শুক্রবার গভীর রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।শনিবার সকালে কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় অগ্নিকাণ্ডে কৃষক সেরাজ হাওলাদারের বসত ঘরটি পুড়ে যায়। এ সময় তার ছেলে তোফাজ্জেল ঘরের ভিতর শিকলবন্দী ছিলো। ওই আগুনে পুড়ে সে মারা যায়।
নিহত তোফাজ্জেলের বাবা সেরাজ হাওলাদার সাংবাদিকদের জানায়, তোফাজ্জেলকে শিকলে বেধে, ঘর বন্ধ করে তারা স্বামী-স্ত্রী দুজনেই রাতের খাবার খেতে বড় ছেলের বাড়িতে যান। আগুনের খবর শুনে এসে দেখতে পান ঘরের মধ্যে দ্বগ্ধ হয়ে সে মারা গেছে।কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি কোন নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
এইবেলাডটকম/এবি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|