মুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন পদ্মা সেতুর নির্মান কাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। ইতি মধ্যে কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ।
তিনি আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার পদ্মা সেতুর প্রকল্পের সার্ভিস এরিয়ায় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যথাসময়ে কাজ শেষ করার লক্ষে নির্মান কাজ অব্যহত রয়েছে। আগামী মে মাস থেকে কাজের গতি আরো বাড়বে। মন্ত্রী জানান মূল সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমেও কাজের গতি সমান ভাবে এগিয়ে যাবে। এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতুর বিষয়ে যাতে অতি কথন না হয় এ জন্য প্রতি ২ মাস অন্তর অন্তর কাজের অগ্রগতি সাংবাদিকের অবগত করা হবে।
এ সময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রিগ্রেডিয়ার জেনারেল হামিদুর হক (পি,এস,সি) ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
এইবেলা ডটকম/ভবতোষ চৌধুরী/এসসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com