কালিগঞ্জে পল্লীতে এক হিন্দু চিকিৎসকের চেম্বারে দুর্ধর্ষ লুটাপট করেছে একদল দুর্বৃত্ত। দুর্বৃত্তরা গ্রীল ও শার্টার কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, ওষুধ, চেম্বারের স্টোর রুমের এক লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়।
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মৃত বিষ্ণুপদ চক্রবর্তীর ছেলে ডা. চিত্তরঞ্জন চক্রবর্তী (৪৭) জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে তিনি বসতবাড়ি সংলগ্ন চেম্বারের শার্টার ও গ্রীল বন্ধ করে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে তিনি চেম্বারে যেয়ে গ্রীল ও শার্টারের আংটা ভাঙা অবস্থায় দেখতে পান।
ভিতরে প্রবেশ করে তিনি নগদ ২৭ হাজার টাকা, ১৫ হাজারের টাকা মূল্যের ধান, সোলারের একটি ব্যাটারী, বিভিন্ন প্রকারের অন্তত: ২৫ হাজার টাকা মূল্যের ওষুধ, স্টেথেসকোপসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে নিশ্চিত হন। তাছাড়া ধান ও জিনিসপত্র বহন করার জন্য চোরেরা ওই চিকিৎসকের প্রতিবেশী মোকছেদ আলী মোল্যার বাড়ি থেকে তার ভ্যানটি চুরি করে নেয়।
খবর পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে মামলা দায়ের করা হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করতে পারেন নি ডা. চিত্তরঞ্জন চক্রবর্তী। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। হঠাৎ করে লুটাপাট বৃদ্ধি পাওয়ায় গৃহস্তদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। দুর্বৃত্ত চক্রকে প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসি।
প্রচ
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|