মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে জালান দাতুক কেরামত এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান জানান, নিহতদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক। তাদের বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের স্কুলে সাধারণত ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুরা পড়ালেখা করে।
কর্মকর্তারা বলছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৫ সাল থেকে এই ধরনের ২০০ টিরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে।
এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে টুইট করেছেন তিনি।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|