মৌলভীবাজারের কুলাউড়ায় বিষধর সাপের কামড়ে দীপ্তি রানী মল্লিক (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের রনজিত মল্লিকের স্ত্রী।
মঙ্গলবার রাতে নিজ ঘরের স্টোর রুম থেকে জালানি কাঠ আনতে গেলে সেখান বিষধর সাপ তার বাহুতে ছোবল দেয়।
পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর মিশনারিজ অব চ্যারিটিজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউৎগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরডি/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|