কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন জেএমবি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। গতরাত ৩টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, গুলির খোসা এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতরাত ৩টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকার সোবহান মিয়ার পরিত্যক্ত ধানের চাতালের কাছে জেএমবির সদস্যরা নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ও কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে দলের এক সদস্যকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী বলেন, "ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, গুলির খোসা এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।" এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই হালিম ও এএসআই আনোয়ারসহ তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
এইবেলাডটকম/পিসি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|