কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির শোবার ঘর থেকে মিলন ও মনিষা বানু নামে নব-দম্পতির একই রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।।
বুধবার দুপুরে হরিকেশ মধ্যপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মিলন (২০) ও মনিষা বানু (১৭)।
জানা গেছে, কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের পুত্র মিলন (২০) একই এলাকার আইয়ুব আলীর কন্যা মনিষা বানু (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সুত্র ধরে গত ১ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রথমে তাদের এ বিয়ে পারিবারিক ভাবে মেনে নিতে না চাইলেও পরে তা মেনে নেয় উভয় পরিবার।
মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। বুধবার দুপুর পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা ভেঙে তাদের একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাহফুজার রহমান জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এমনটি হতে পারে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|