নয়া দিল্লি:: পৃথিবীর এমন কোনও শক্তি নেই যে রাম মন্দির তৈরিতে বাঁধা দেবে। যেভাবেই হোক অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হবেই। এবার এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।
তিনি বলেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই বা কারও ক্ষমতা নেই অযোধ্যায় রাম মন্দির তৈরি রুখে দেবে। রামলালার মন্দির অযোধ্যায় গঠন করা হবেই বলেও হুঙ্কার দেন সাক্ষী মহারাজ।
এদিকে বাবরি মসজিদ মামলায় বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীর বিরুদ্ধে আজ চার্জ গঠন করা হবে। সিবিআই-এর বিশেষ আদালত আজ ওই চার্জ গঠন করবে। ওই মামলায় ইতিমধ্যেই লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এবং উমা ভারতী লখনউতে পৌঁছেছেন। উত্তর প্রদেশে যাওয়ার পর পরই এল কে আদবানির সঙ্গে দেখা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথও।
Lucknow: Senior BJP leader LK Advani at VVIP guest house,he has to appear before a special CBI court in #Babri case later today
Babri case: Senior BJP leader LK Advani and others reach special CBI court in Lucknow
সিবিআই-এর ওই বিশেষ আদালতে ওই মামলার দুটি পৃথক শুনানি হবে। ওই মামলার জেরে এল কে আদবানি, মুরলী মনোহর যোশী রাষ্ট্রপতি নির্বাচনের দৌঁড় থেকে পিছিয়ে যেতে পারেন বেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এইবেলাডটকম/প্রচ
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|