মেষ ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যে যেতে চায় তাকে যেতে দিন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন।
বৃষ যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি আচরনে বিনম্র হওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।
মিথুন শরীর খুব একটা ভালো থাকবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।
কর্কট শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। কোনো বিনোদনমূলক কাজে অংশগ্রহণের সম্ভাবনা আছে। মানসিক আনন্দ বজায় থাকবে। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পেতে পারেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কণ্ঠশিল্পীদের গলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। গৃহে অতিথিসমাগম হওয়ার সম্ভাবনা আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।
বৃশ্চিক শরীর মোটামুটি ভালো থাকবে। দুশ্চিন্তা কিছু থাকলে তার অবসান ঘটতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ফলাফল আপনার বিপক্ষে চলে যেতে পারে।
মকর মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
কুম্ভ কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের কারো পরামর্শে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
মীন সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সৎ গুরুর সান্নিধ্যে উপকৃত হতে পারেন।
এইবেলাডটকম/পিসি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|