মেষ যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। যৌথ ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিবাদ এড়িয়ে চলুন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
বৃষ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
মিথুন ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। বিনোদনমূলক কাজকর্মে অংশ নিতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পাবেন।
সিংহ গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কন্যা আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। পাওনা টাকা আদায়ে তাগাদা দিন। পড়াশোনায় আগ্রহ বোধ করবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। চোখ-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
তুলা সময় মোটামুটি অনুকূলে থাকবে। শরীর ভালো থাকার সম্ভাবনা আছে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন।
বৃশ্চিক সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো মৃত্যু সংবাদে শোকাগ্রস্ত হতে পারেন। শরীর ভালো যাবে না। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন।
ধনু বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আদর্শের ব্যাপারে কোনো আপস করা ঠিক হবে না। সাংগঠনিক কাজে সুফল পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মকর পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে।
কুম্ভ সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা সৃষ্টি হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।পেশাগত দিক ভালো যাবে।
মীন ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। যে যেতে চায় তাকে যেতে দিন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে।
এইবেলাডটকম/পিসি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|