নাচে, গানে, বাজনাবাদ্যি, খানাপিনায় রীতিমতো হইহই করে ক্রিসমাস পালিত হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। জানিয়েছে নাসা।
এখন সেখানে রয়েছেন ‘এক্সপেডিশন-৫৪’-এর মহাকাশচারীরা। মাস তিনেক আগে তাঁরা গিয়েছেন মহাকাশে। তার পর থেকে প্রদক্ষিণ করে চলেছেন পৃথিবীকে। পৃথিবী ছেড়ে মহাকাশে গিয়েছেন যখন, তখন ক্রিসমাসের দিনেও তাঁদের চক্কর মারতে হবে আমাদের এই নীলাভ গ্রহটিকে। আর চক্কর মারতে মারতেই তাঁরা নাচে, গানে, খানাপিনায় পালন করবেন ক্রিসমাস। তাঁদের সেই উৎসব চলবে জানুয়ারির প্রথম দিনটি পর্যন্ত, জানিয়েছে নাসা।
এর আগেও ক্রিসমাস পালিত হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেই পুরনো ক্রিসমাস পালনের একটি ভিডিও প্রকাশ করেছে নাসা। সঙ্গে আরও একটি ভিডিও নাসা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মহাকাশ স্টেশনে থাকা ‘এক্সপেডিশন-৫৪’-র অভিযাত্রীদের।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|