আন্তর্জাতিক ফুটবলে আর খেলবেন না বলে ঘোষণা দিলেন ক্রোয়েশিয়ার মারিও মান্দজুকিচ। সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে তারকা এ স্ট্রাইকার নিজ দলের হয়ে ফাইনাল খেলেছিলেন।
ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়ার ঐতিহাসিক ফাইনালটিতে মান্দজুকিচকে সবাই মনে রাখবে। কেননা শিরোপা নির্ধারণী ম্যাচে তার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়লেও পরে তিনি আবার দলের হয়ে গোল করেন।
এর আগে সেমিফাইনালের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মান্দজুকিচ উইনিং গোলটি করেছিলেন।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার ইন্সটাগ্রামে বলেন, ‘বিশ্বকাপে রানার্সআপ হয়ে আমি নতুন ভাবে জেগেছি। ফলে এমন সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কিছুটা সহজ হয়েছে।’
‘অবসরে যাওয়ার কোনো সেরা সময় নেই। যদি সম্ভব হতো, আমরা সবাই মৃত্যু পর্যন্ত ক্রোয়েশিয়ার হয়ে খেলতাম। এর থেকে গর্বের অনুভূতি আর কিছু হতে পারে না। কিন্তু আমি অনুভব করছি যে এখনই আমার অবসরের সময় এসেছে।’
‘আমি ক্রোয়েশিয়ার জন্য আমার সর্বোচ্চটা দিয়েছি। আমি ক্রোয়েশিয়ান ফুটবলের সবচেয়ে বড় সাফল্যে অবদান রেখেছি।’
২০০৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর মান্দজুকিচ ৮৯টি ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন। বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদের পর বর্তমানে জুভেন্টাসে খেলছেন এই তারকা।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|