খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বুধবার শফি নামে এক যুবককে আটক করে।
ধর্ষণের শিকার ওই ছাত্রী মহালছড়ি উপজেলার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সফি নামে ওই বখাটে যুবক জঙ্গল কাটিং এলাকায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির মা থানায় সফিকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ সফিকে গ্রেফতার করেছে।
এসকে
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|