ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির হবেন।
বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজের এসলাসে তিনি উপস্থিত থাকবেন।
এই মামলায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, রাষ্ট্রপক্ষের কোন সাক্ষী তার বিরুদ্ধে কি সাক্ষ্য দিয়েছে তা পড়ে শুনিয়ে তার বক্তব্য জানতে চাওয়া হবে।
কাজল আরও জানান, আত্মপক্ষ সমর্থন না করে দোষ স্বীকার করলে আইনে নির্ধারিত সাজা শুরু হয়ে যাবে। আর নিদোর্ষ দাবি করে সাফাই সাক্ষ্য না দিলে শুরু হবে মামলার যুক্তি বা সওয়াল জবাব। সেগুলো শেষ হলে রায়ের তারিখ দেওয়া হবে।
এর আগে ৭ এপ্রিল তার আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক করা থাকলেও আদালতে হাজির হননি খালেদা জিয়া। ওই দিন তার পক্ষে আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের দিন ঠিক করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক আবু আহমেদ জমাদার।
এইবেলা ডটকম/ইআ/এসজি
।
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com